কৈলাসহর, ২ নভেম্বরঃ
কৈলাসহরে কংগ্রেস বিধায়ক বিরজিত সিনহার বিরুদ্ধে সরব হলো বিজেপি ও যুব মোর্চা নেতৃত্ব। শনিবার কৈলাসহরের বিজেপি জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ঊনকোটি জেলা যুব মোর্চার উদ্যোগে। সেখানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা যুব মোর্চার সভাপতি অরূপ ধর, রাজ্য যুব মোর্চার সম্পাদক শুভঙ্কর মজুমদার, বিজেপি ঊনকোটি জেলা সভাপতি বিমল কর, সাধারণ সম্পাদক অরুণ সাহা, জেলা মুখপাত্র দেবাশীষ সেন এবং নারী নেত্রী চপলা রানী দেবরায়।
সাংবাদিক সম্মেলনে বিজেপি জেলা মুখপাত্র দেবাশীষ সেন অভিযোগ করেন, সম্প্রতি কৈলাসহরের পাইতুরবাজার এলাকায় ঠিকাদারি কাজকে কেন্দ্র করে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে কংগ্রেস বিধায়ক বিরজিত সিনহার গাড়ি থেকে লাঠিসোটা ও ধারালো অস্ত্র বের করা হয়েছিল। এরপর কংগ্রেস বিধায়কের নেতৃত্বে তার সমর্থকরা প্রশাসনের অনুমতি ছাড়াই আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে মিছিল বের করেন বলে অভিযোগ করেন তিনি। দেবাশীষ সেন আরও বলেন, “এ প্রথম নয়, বিরজিত সিনহা বহুবার কৈলাসহরে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছেন। ১৯৮৮ থেকে ১৯৯২ সালে তিনি মন্ত্রী থাকাকালীন সময়ে বিরোধী দলের পাশাপাশি নিজের দলের কর্মীদের উপরও আক্রমণ চালিয়েছিলেন।” সেন বাবু প্রশ্ন তোলেন, “ডাবল ইঞ্জিন সরকার থাকার সময় তিনি কৈলাসহরের জন্য কী উন্নয়নমূলক কাজ করেছিলেন, তা আজ জনগণের সামনে তুলে ধরুন।”
অন্যদিকে বিজেপি নেতৃত্ব দাবি করেন, ২০২৩ সালের বিধানসভা ভোটে চন্ডীপুর কেন্দ্র থেকে টিংকু রায় জেতার পর গত দু’বছরে কৈলাসহর মহকুমায় কয়েক কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে। সেই উন্নয়ন সহ্য করতে না পেরেই কংগ্রেস বিধায়ক বিরজিত সিনহা অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ বিজেপি নেতাদের।
দেবাশীষ সেন জানান, “বিরজিত সিনহার সন্ত্রাসের বিরুদ্ধে যুব মোর্চার হাজার হাজার কর্মী এখন মাঠে নেমে পড়েছেন।”