পৃথকী তিপ্রাল্যান্ডের দাবিকে আরও জোরদার করতে মঙ্গলবার জনজোয়ারের চিত্র দেখা গেল জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের সাচীরাম পাড়ায়। আইপিএফটি দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এক বিশাল মিছিল ও প্রকাশ্য জনসভায় বিভিন্ন দল থেকে ৪৭ পরিবারের ১৬৫ জন ভোটার আনুষ্ঠানিকভাবে যোগ দেন আইপিএফটি দলে।
দিনের শুরুতেই মিছিলটি সাচীরাম পাড়া থেকে বেরিয়ে ৮ নম্বর জাতীয় সড়ক পরিক্রমণ করে শেষ হয় সাচীরাম পার্ক বাজারে, যেখানে অনুষ্ঠিত হয় প্রকাশ্য জনসভা। সভার সূচনায় স্বর্গীয় এন.সি. দেববর্মার প্রতিকৃতিতে পুষ্পার্পণ ও এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।
নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান আইপিএফটি সেন্ট্রাল কমিটির সহ-সভাপতি কৃষ্ণকান্ত জমা দিয়েতিয়া, কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি স্বপন দেববর্মা, ইয়ুথ আইপিএফটির কেন্দ্রীয় চেয়ারম্যান মানিক ত্রিপুরা, ডিভিশনাল সভাপতি জ্যোতিলাল রিয়াং, অর্গানাইজিং সেক্রেটারি হরিনাথ ত্রিপুরা ও জিতিরাম ত্রিপুরা প্রমুখ নেতারা।
সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে স্বপন দেববর্মা বলেন—বিজেপি-আইপিএফটি জোট সরকারের লক্ষ্য হচ্ছে সমতল ও এডিসি এলাকার মানুষের আর্থিক উন্নয়ন নিশ্চিত করা। তিনি আরও বলেন, “চেয়ারে নয়, মানুষের হৃদয়ে জায়গা করতে হবে। নিজের জন্য নয়, দলের ও জনগণের জন্য কাজ করার মানসিকতা থাকলেই আইপিএফটিতে আসতে হবে।”
আজকের এই মিছিল ও জনসভায় আইপিএফটি কর্মী-সমর্থকদের বিপুল উপস্থিতি দলীয় নেতৃত্বের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।