উত্তর ত্রিপুরা, ২ নভেম্বরঃ
ত্রিপুরা–অসম সীমান্ত সংলগ্ন উত্তর জেলার পাহাড়ি এলাকায় প্রথমবারের মতো বিপুল পরিমাণ গাঁজা গাছ ধ্বংস করল জেলা গোয়েন্দা শাখা (DIB) ও চুরাইবাড়ি থানার পুলিশ। রবিবার সকালে গোপন সূত্রের ভিত্তিতে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি চালানো হয় উত্তর জেলার বালিছড়া এডিসি ভিলেজের ২ নম্বর ওয়ার্ডের কাটুয়াছড়া এলাকার গভীর পাহাড়ি অঞ্চলে। সেখানে প্রায় ৫ হাজার গাঁজা গাছের প্লান্টেশন ধ্বংস করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, এই গাছগুলির কালোবাজারি মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।
যদিও ঘটনায় কাউকে এখনও গ্রেফতার করা যায়নি, তবুও পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের ধারণা, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই এক স্থানীয় চক্র গোপনে গাঁজা চাষ ও পাচার ব্যবসা চালিয়ে আসছিল। চুরাইবাড়ি থানার অফিসার ইনচার্জ দেবব্রত বিশ্বাস জানান, “গোপন খবরের ভিত্তিতেই অভিযান চালানো হয়। প্রায় ৫ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, “সংশ্লিষ্ট জমিটি বন দপ্তরের সংরক্ষিত বনাঞ্চল নাকি ব্যক্তিমালিকানাধীন জমি — তা নিয়েও তদন্ত চলছে।”
পুলিশের দাবি, এই অভিযানের মাধ্যমে গাঁজা চাষের মূল চক্রকে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। জেলা গোয়েন্দা শাখা ও চুরাইবাড়ি থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যকলাপ রুখতে সাঁড়াশি অভিযান চালু থাকবে।