উদয়পুর শহরে মঙ্গলবার সকালে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়, যখন বনদুয়ার বিদ্যুৎ দপ্তরের ট্রান্সফরমার রিপেয়ারিং রুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল *৭টা ৩৭ মিনিটে* উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে আগুন লাগার খবর পৌঁছাতেই তৎপর হয়ে ওঠে দমকল কর্মীরা।
খবর পাওয়া মাত্রই উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের ওসি *জীবন সরকার* একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। পরে পরিস্থিতির গুরুত্ব বুঝে আরও দুটি ইঞ্জিন উদয়পুর থেকে পাঠানো হয়। কিন্তু আগুনের তীব্রতা এতটাই ছিল যে, পরবর্তী সময়ে *কাঁকড়াবন* এবং *পালা টানা ও টিপিসি* থেকে আরও দুইটি ইঞ্জিন ডাকা হয়।
মোট *পাঁচটি দমকল ইঞ্জিনের প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর* অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের লেলিহান শিখা এতটাই ভয়াবহ ছিল যে, আশপাশের এলাকার মানুষ আতঙ্কে বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যান।
উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের ওসি জীবন সরকার জানান, কীভাবে বিদ্যুৎ দপ্তরের ট্রান্সফরমার রিপেয়ারিং রুমে আগুনের সূত্রপাত ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
যদিও আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, তবুও এলাকায় আতঙ্কের ছাপ রয়ে গেছে। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘক্ষণ ধরে দমকলের তৎপরতা না থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বড় হতে পারত।