আগরতলা:
MGNREGA-র নাম পরিবর্তন করে নতুন বিল আনার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। রবিবার আগরতলা কংগ্রেস ভবন থেকে মিছিল সংগঠিত হয়। মিছিল শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করা হয়।
কংগ্রেস নেতৃত্বের দাবি, বর্তমান কেন্দ্রীয় সরকার পরিকল্পিতভাবে মহাত্মা গান্ধীর নাম ও আদর্শ মুছে দেওয়ার চেষ্টা করছে। MGNREGA-র নাম পরিবর্তন তারই অংশ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ দলের একাধিক শীর্ষ নেতা ও কর্মী।
বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে সুদীপ রায় বর্মন বলেন,
“MGNREGA দেশের দরিদ্র মানুষের জীবিকা ও কর্মসংস্থানের অন্যতম ভরসা। এই প্রকল্পের নাম বদলে সরকার আসলে গরিব মানুষের স্বার্থের বিরুদ্ধেই অবস্থান নিচ্ছে।”
তিনি আরও বলেন, প্রস্তাবিত বিলে কর্মদিবস, মজুরি এবং কাজের নিশ্চয়তা নিয়ে স্পষ্টতা নেই, যা ভবিষ্যতে গ্রামীণ অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলবে। কংগ্রেসের অভিযোগ, বিজেপি নেতৃত্বাধীন সরকার রেগা প্রকল্পকে ধীরে ধীরে দুর্বল করে দেওয়ার লক্ষ্যেই এই নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে।
বিক্ষোভ চলাকালীন কংগ্রেস কর্মীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং অবিলম্বে প্রস্তাবিত বিল প্রত্যাহারের দাবি জানান। কর্মসূচি থেকে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনেরও ইঙ্গিত দেওয়া হয়েছে।