“ত্রিপল ইঞ্জিন সরকারের দাবি সত্ত্বেও ধলাইয়ের পূর্ব ছামনুতে উন্নয়নের আলো অধরাই! মুখে উন্নয়ন, মাটিতে অন্ধকার — বাস্তব চিত্রে প্রকাশ পেল প্রকৃত অবস্থা।”

"ত্রিপল ইঞ্জিন সরকারের দাবি সত্ত্বেও ধলাইয়ের পূর্ব ছামনুতে উন্নয়নের আলো অধরাই! মুখে উন্নয়ন, মাটিতে অন্ধকার — বাস্তব চিত্রে প্রকাশ পেল প্রকৃত অবস্থা।"

admin
2 Min Read

কথায় আছে — ত্রিপল ইঞ্জিন সরকার মানেই দ্রুত উন্নয়ন। কিন্তু এই ত্রিপল ইঞ্জিনের একটি ইঞ্জিন যেন শুরু থেকেই বিকল। কারণ রাজ্যের মন্ত্রীদের মুখে যত উন্নয়নের বুলি, মাটির বাস্তব ছবি যেন একেবারেই উল্টো।পূর্ব ছামনু সত্যবান কারবারি পাড়ায় উন্নয়নের ছিটেফোটাও দেখা যায় না। 

বিদ্যুৎ নেই, রাস্তাঘাট ভাঙাচোরা, জল জীবন মিশন প্রকল্প যেন কেবল কাগজেই সীমাবদ্ধ।প্রতিদিনের জীবনে এক ফোঁটা বিশুদ্ধ জলের জন্য এখানকার মানুষকে ভরসা রাখতে হয় পাশের ছড়ার গর্তের নোংরা পানির ওপর। সেই জলেই রান্না হয়, সেই জলেই চলে জীবন।এলাকার রাস্তার অবস্থা আরও শোচনীয়। নর্দমা আর কাদা মিশে রাস্তা চলাচলের অযোগ্য। পাকা রাস্তা যেন স্বপ্নের মতোই থেকে গেছে।

আর বিদ্যুতের অভাবে আজও হারিকেন আর মোমবাতিই আলো জ্বালে রাতের অন্ধকারে।”আমরা তো সরকারকে অনেকবার বলেছি, কিন্তু কেউ আসে না। এখনো বিদ্যুৎ নেই, জল নেই, রাস্তা নেই — এইভাবেই বাঁচতে হচ্ছে।””জল জীবন মিশন বলছে ঘরে ঘরে জল, কিন্তু আমাদের গ্রামে আজও একটা ফোঁটা পরিষ্কার জলও পাইনি।

“কেন্দ্র কোটি কোটি টাকা দিচ্ছে উন্নয়নের নামে, কিন্তু সেই টাকা কোথায় যাচ্ছে — প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসন হোক বা জনপ্রতিনিধি — কারও চোখে এই জনজাতি অধ্যুষিত এলাকার দুর্দশা ধরা পড়ে না।যেখানে শহরাঞ্চলে উন্নয়নের নামে ঢাক বাজানো হচ্ছে, সেখানে সত্যবান কারবারি পাড়ার মানুষ আজও আলো, রাস্তা আর বিশুদ্ধ জলের আশায় দিন গুনছে।ত্রিপল ইঞ্জিন সরকারের উন্নয়ন কি শুধুই শহরের গণ্ডিতে সীমাবদ্ধ? প্রশ্ন এখন জনমানসে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *