ত্রিপুরার রাজ্য রাজনীতি ফের তোলপাড় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ও তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বৈঠককে ঘিরে। শুক্রবার মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে অনুষ্ঠিত এই সাক্ষাৎকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।
সূত্রের খবর, বৈঠকে মূলত জনজাতি উন্নয়ন, দাবি-দাওয়া ও প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হয়। যদিও তিপ্রা মথা নেতৃত্বের দাবি, বৈঠকে নির্বাচনের প্রসঙ্গ ওঠেনি। প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, “আজকের বৈঠক শুধুমাত্র জনজাতি উন্নয়ন এবং তাদের দাবিদাওয়া নিয়ে। নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি।”তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, আসন্ন টিটিএএডিসি ও ভিলেজ কমিটি নির্বাচনের আগে এই ঘনিষ্ঠতা নিছক প্রশাসনিক নয়।
প্রতি নির্বাচনের আগেই মথা নেতৃত্বের সক্রিয়তা বেড়ে গেলেও ভোট শেষ হলেই জনজাতি এলাকার উন্নয়ন মুখ থুবড়ে পড়ে — এমনই অভিজ্ঞতা জনজাতি সমাজের।এখন দেখার বিষয়, এবারের প্রাক-নির্বাচনী ‘দোরঝাপ’ প্রকৃত উন্নয়নের দিশা দেখায়, নাকি আবারও রাজনীতির ঘূর্ণিপাকে থমকে যায় জনজাতিদের আশার আলো।