শুক্রবার দুপুরে রাজধানী আগরতলার কাঁঠালতলি বাইপাস সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। মন্টফোর্ট স্কুলের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে আহত হয় নয়জন ছাত্রছাত্রী ও এক শিক্ষিকা।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এসে দেখেন স্কুলবাসটি উল্টে পড়ে আছে, চারপাশে ছোট ছোট বাচ্চাদের চিৎকারে এলাকা স্তব্ধ হয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় পাঁচজন শিশু এবং এক মহিলাকে উদ্ধার করে দ্রুত হাপানিয়া হাসপাতালে পাঠানো হয়।
আহত পথচারী মহিলার নাম খেলা সরকার (৫২), বাড়ি বাইপাস রেলব্রিজ সংলগ্ন এলাকায়। হাপানিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে ।
দুর্ঘটনার পর থেকে স্কুলবাসের চালক পলাতক। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বাসটি জব্দ করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতি এবং অসতর্ক চালনার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।