রাজধানীর এক বিলাসবহুল হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নবনিযুক্ত আজীবন সদস্যদের হাতে সদস্যপত্র ও সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, আগরতলা মেয়র দীপক মজুমদার এবং অ্যাসোসিয়েশনের সচিব প্রণব সরকারসহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠনস্থলে ইতিবাচক তৎপরতা ছিল চোখে পড়ার মতো। বক্তব্যে মুখ্যমন্ত্রী নবনিযুক্ত আজীবন সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন—এ সদস্যপদ কোনও অলংকার নয়, বরং ত্রিপুরার ফুটবলকে এগিয়ে নেওয়ার সম্মিলিত দায়িত্ব। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ফুটবল প্রতিভা চিহ্নিত ও বিকাশে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।অন্যান্য বক্তারাও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ত্রিপুরার ফুটবলের সার্বিক উন্নয়নের অঙ্গীকার তুলে ধরেন।