নদিয়াপুরে স্কুল পড়ুয়া শিশু ও তার মায়ের উপর নৃশংস হামলা মামলায় আরও একজন অভিযুক্তকে গ্রেফতার করল চুরাইবাড়ি থানার পুলিশ। খেড়েংজুরি এলাকায় অমৃত সিনহা হত্যাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে আটক করা হয়েছে নদিয়াপুর ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাপস সিনহা (৩৮), পিতা লক্ষীন্দ্র সিনহা। সোমবার রাতেই তাকে পুলিশ জালে তোলে এবং মঙ্গলবার আদালতে পেশ করে তিন দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়।
ঘটনার শুরুর প্রেক্ষাপট— গত ২৪ নভেম্বর দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিল বিজয়া সিনহা ও তাঁর আট বছরের ছেলে অমৃত সিনহা। সেই সময় একদল দুষ্কৃতিকারী ধারালো দায়ের কোপে মা–ছেলেকে আক্রমণ করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অমৃতের। গুরুতর আহত অবস্থায় বিজয়া সিনহাকে প্রথমে স্থানীয়ভাবে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বহিঃরাজ্যে পাঠানো হয়। বর্তমানে তাঁর শারীরিক উন্নতি হচ্ছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
চুরাইবাড়ি থানায় ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১), ১১৮(২) ও ৬১(২) ধারায় মামলা নথিভুক্ত হয়। তদন্তের অগ্রগতিতে আগেই গ্রেফতার হয় গোবিন্দপুরের বাসিন্দা মদন গোপাল সিনহা। তাকে জিজ্ঞাসাবাদে উঠে আসে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সেই তথ্যের ভিত্তিতেই তাপস সিনহার নাম সামনে আসে এবং তাকে গ্রেফতার করে পুলিশ।
চুরাইবাড়ি থানার ওসি দেবব্রত বিশ্বাস জানিয়েছেন, ধৃতকে জিজ্ঞাসাবাদে মামলায় জড়িত অন্যান্যদের পরিচয় ও ভূমিকা সম্পর্কে উল্লেখযোগ্য তথ্য মিলছে। খুব শিগগিরই পুরো চক্র পুলিশের জালে ধরা পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।