টাউন হলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল স্বর্ণকমল জুয়েলার্সের ‘শপ অ্যান্ড উইন’ মেগা লাকিড্র পুরস্কার প্রদান অনুষ্ঠান।

টাউন হলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল স্বর্ণকমল জুয়েলার্সের ‘শপ অ্যান্ড উইন’ মেগা লাকিড্র পুরস্কার প্রদান অনুষ্ঠান।

admin
2 Min Read

গত তিন মাস ধরে কিসনা ডায়মন্ডস-এর সহযোগিতায় চলা এই বিশেষ ক্যাম্পেইনে গ্রাহকদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে মেগা ড্র–এর গ্র্যান্ড বিজয়ীর হাতে মারুতি সেলিরিও গাড়ির চাবি তুলে দেন স্বর্ণকমল জুয়েলার্স কর্তৃপক্ষ। পাশাপাশি শেষ পর্যায়ের দুই স্কুটার বিজয়ীকেও স্কুটারের চাবি হস্তান্তর করা হয়।

এই বছরের পুরো লাকিড্র প্রতিযোগিতায় স্বর্ণকমল জুয়েলার্স মোট *১টি গাড়ি ও ৬টি স্কুটার* পুরস্কার হিসেবে তুলে দিয়েছে। ₹২৫,০০০ বা তার বেশি মূল্যের ডায়মন্ড জুয়েলারি ক্রয় করা গ্রাহকদের কুপন প্রদান করা হয় এবং সেই কুপনই ছিল ড্র–এ অংশ নেওয়ার সুযোগ। রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে গ্রাহকরা বিপুল উৎসাহে অংশ নেন এবং এই পরিকল্পনাটি এ বছর বিশেষ জনপ্রিয়তা লাভ করে।

অনুষ্ঠানে স্বর্ণকমল জুয়েলার্সের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা *শ্রী গোপালচন্দ্র নাগ* জানান, ত্রিপুরার মানুষ ব্র্যান্ডটির প্রতি যে আস্থা রেখেছেন, সেটিই স্বর্ণকমল জুয়েলার্সকে এগিয়ে চলার শক্তি দিচ্ছে। তিনি আরও জানান—আগামী দিনে ধনতেরাস ও দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন নতুন লাকিড্র, বিশেষ ডিসকাউন্ট এবং বাম্পার পুরস্কারের পরিকল্পনা রয়েছে। গ্রাহকদের সন্তুষ্টি ও আস্থা বজায় রাখতে তাদের প্রতিষ্ঠান ভবিষ্যতেও আরও নানাধরনের উদ্যোগ গ্রহণ করবে।

কিসনা ডায়মন্ডস-এর জোনাল স্টেট হেড *শ্রী শিবাশীষ চক্রবর্তী*ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি জানান, ত্রিপুরার গ্রাহকদের আগ্রহ ও সমর্থন কিসনা ডায়মন্ডসের জন্য অত্যন্ত মূল্যবান। ভবিষ্যতে এমন আরও সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন তিনি।

ত্রিপুরার জুয়েলারি ক্রেতাদের মধ্যে এই ধরনের লাকিড্র-বিষয়ক প্রচার কর্মসূচি জনপ্রিয় হয়ে উঠছে, আর সেই তালিকায় স্বর্ণকমল জুয়েলার্স নিত্যদিনই নিজের অবস্থান আরও দৃঢ় করছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *