গন্ডাছড়া–গঙ্গানগর এডিসি এলাকায় জনসংযোগে জোর, যোগদান সভায় দেড় শতাধিক কর্মীর বিজেপিতে প্রবেশ

গন্ডাছড়া–গঙ্গানগর এডিসি এলাকায় জনসংযোগে জোর, যোগদান সভায় দেড় শতাধিক কর্মীর বিজেপিতে প্রবেশ

admin
2 Min Read

২০২৬ সালের প্রথম দিকেই অনুষ্ঠিত হতে পারে রাজ্যের এডিসি নির্বাচন। সেই নির্বাচনের আগে রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রসহ গোটা গন্ডাছড়া মহকুমায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। বিশেষত ৮ নম্বর গন্ডাছড়া–গঙ্গানগর এডিসি এলাকায় শাসক দলের অভিজ্ঞ নেতা ও বর্তমান এমডিসি ভূমিকানন্দ রিয়াং ব্যাপক জনসংযোগে নেমে পড়েছেন।

শুরু থেকে আজ পর্যন্ত সাধারণ মানুষের পাশে থাকার খ্যাতি তাঁর থাকলেও, আসন্ন নির্বাচনে নিজের সংগঠনগত ভিত্তি আরও মজবুত করতে তিনি প্রতিনিয়ত এলাকা পরিদর্শন করে চলেছেন।স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, প্রতিটি গ্রাম ও ক্যাম্পে গিয়ে বিপুল সাড়া পাচ্ছেন এমডিসি ভূমিকানন্দ রিয়াং।

এলাকার বহু মানুষ তাঁর কাজে আস্থা রেখে এগিয়ে আসছেন। শুধু তাই নয়, বিরোধী দল থেকে বহু নেতা–কর্মী বিজেপিতে যোগদানের আগ্রহ প্রকাশ করছেন বলে বিজেপি সূত্রের দাবি।এই প্রেক্ষাপটেই শুক্রবার ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার উল্টাছড়া রিয়াং শরণার্থী ক্যাম্পে আয়োজিত হয় এক যোগদান সভা। সভায় উপস্থিত ছিলেন এমডিসি ভূমিকানন্দ রিয়াংসহ স্থানীয় বিজেপি নেতৃত্ব।

সভায় এমডিসি ভূমিকানন্দ রিয়াং বলেন—আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি-প্রার্থীকে জয়ী করলে এলাকার জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। উন্নয়নমুখী প্রকল্প, রাস্তা–ঘাটের উন্নয়ন, পানীয়জল–স্বাস্থ্য পরিষেবা বৃদ্ধিসহ একাধিক পরিকল্পনার কথা তিনি তুলে ধরেন।জানা যায়, ওই দিনে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে প্রায় দেড় শতাধিক কর্মী আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন।

তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন এমডিসি ভূমিকানন্দ রিয়াং। নবাগতদের স্বাগত জানিয়ে তিনি জানান—এডিসি এলাকার প্রতিটি মানুষের উন্নয়নই তাঁর মূল লক্ষ্য, এবং সেই পথে সবাইকে সঙ্গে নিয়েই এগোতে চান তিনি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *