ভারত সফরে পুতিন, আজ দ্বিপাক্ষিক আলোচনায় প্রতিরক্ষা–বাণিজ্য চুক্তির সম্ভাবনা

ভারত সফরে পুতিন, আজ দ্বিপাক্ষিক আলোচনায় প্রতিরক্ষা–বাণিজ্য চুক্তির সম্ভাবনা

admin
1 Min Read

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দু’দিনের সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে পৌঁছন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমানবন্দরে গিয়ে তাঁকে স্বাগত জানান। চার বছর পর পুতিনের ভারত সফরকে কেন্দ্র করে দিল্লিতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা।

শুক্রবার সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা এবং গার্ড অফ অনার গ্রহণ করেন পুতিন। এরপর রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পার্ঘ নিবেদন করেন তিনি। পরে হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ২৩তম ভারত–রাশিয়া শীর্ষ সম্মেলনে বসেন দুই নেতা।

আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য বৃদ্ধি, জ্বালানি খাত, প্রযুক্তি বিনিময়সহ একাধিক কৌশলগত চুক্তির সম্ভাবনা রয়েছে। বৈঠকের শুরুতেই মোদী রুশ–ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দেন এবং বলেন ভারত নিরপেক্ষ নয়, বরং শান্তির পক্ষে।

শান্তি উদ্যোগে ভারতের ভূমিকাকে কৃতজ্ঞতা জানান পুতিনও।দু’দেশের দীর্ঘমেয়াদি সম্পর্কের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে মোদী জানান, “২৫ বছর আগে প্রথমবার ভারত সফরে দুই দেশের কৌশলগত সমঝোতার ভিত্তি স্থাপিত হয়েছিল।”সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ শেষে পুতিনের দেশে ফেরার কথা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *