কর্মীসংকটের জেরে একদিনে বাতিল হয়েছে ৪০০-র বেশি ফ্লাইট। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দিল্লিতে। যাত্রীদের ভোগান্তি তুঙ্গে। কর্মীর তীব্র অভাবে কার্যত অচল দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা IndiGo। বৃহস্পতিবার একদিনে সারা দেশে বাতিল হয়েছে ৪০০-র বেশি ফ্লাইট—এমনটাই জানিয়েছে IndiGo কর্তৃপক্ষ। এর মধ্যে শুধুমাত্র দিল্লি বিমানবন্দরেই বাতিল হয়েছে ২৩৫টি বিমান।
ফলে বিভিন্ন রাজ্যে যাতায়াতকারী যাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়েছে।গত কয়েকদিন ধরেই বারবার পরিষেবা ব্যাহত করছে IndiGo। শতাধিক ফ্লাইট বাতিল হওয়ার ঘটনা নতুন নয়। চলতি সপ্তাহে একাধিকবার পরিষেবা ব্যাহত হওয়ায় যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছে সংস্থা।IndiGo-এর দাবি, নতুন FDTL—অর্থাৎ Flight Duty Time Limit—নিয়ম কার্যকর করার ক্ষেত্রে পরিকল্পনার ঘাটতির এই পরিস্থিতি তৈরি হয়েছে।
ডিজিসএ-র কাছে সংস্থা জানিয়েছে, ৮ তারিখের পর পরিষেবা আংশিক স্বাভাবিক হবে। আর ১০ ফেব্রুয়ারির পর থেকে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক করার লক্ষ্য রাখা হয়েছে।দিল্লির বিমান পরিষেবা প্রায় অচল। আজ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত IndiGo-র সব ফ্লাইট বাতিল থাকবে বলে জানানো হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, দাবি IndiGo কর্তৃপক্ষের।হঠাৎ এত বিপুল সংখ্যায় বিমান বাতিল হওয়ায় যাত্রীরা ক্ষুব্ধ। শেষ মুহূর্তে বাতিল হওয়া টিকিট, অতিরিক্ত খরচ, এবং যাতায়াতের চরম সমস্যায় নাজেহাল সাধারণ মানুষ।এখন নজর—১০ ফেব্রুয়ারির পর সত্যিই পরিষেবা স্বাভাবিক হয় কিনা। আপাতত কর্মীসংকটের জেরে বিপর্যস্ত IndiGo-র বিমান পরিষেবা।