রবিবার সকালে সিপাহীজলার চড়িলাম ব্লকের রামনগর ভিলেজের পুরান পাগলী বাড়ি এলাকায় গাঁজা বাগান উচ্ছেদে বৃহৎ অভিযান পরিচালনা করল বিশ্রামগঞ্জ থানা। ওসি অজিত দেববর্মার নেতৃত্বে টিএসআর ১ম ও ১১তম ব্যাটালিয়ন, সিআরপিএফ এবং মহিলা পুলিশ সদস্যরা যৌথভাবে অভিযানে অংশ নেন। বন দপ্তরের জমিতে বিস্তীর্ণ এলাকাজুড়ে গড়ে ওঠা গাঁজা বাগানে পৌঁছাতেই তীব্র প্রতিক্রিয়া দেখান চাষিরা।
পরিণত গাঁজা গাছ কাটতে শুরু করলে বহু মহিলা চাষী কান্নায় ভেঙে পড়েন। কেউ কেউ পুলিশ সদস্যদের পায়ে ধরে গাছ না কাটার অনুরোধ জানান। এক মহিলা চাষী ঘটনাস্থলেই জ্ঞান হারালে উপস্থিত অন্য চাষীরা পানি ঢেলে তাকে সেবা করেন। পুলিশ জানিয়েছে, কিছু চাষী রাস্তা আটকে বাধা দেওয়ারও চেষ্টা করে।
প্রতিরোধ উপেক্ষা করে মোট *৩২টি প্লটজুড়ে প্রায় চার লক্ষেরও বেশি গাঁজা গাছ ধ্বংস* করা হয়। বাজারমূল্য আনুমানিক *২০–২৫ কোটি টাকা*।
ওসি অজিত দেববর্মা বলেন, গাঁজা চাষ সম্পূর্ণ অবৈধ এবং এ ধরনের অভিযানে ভবিষ্যতেও ধারাবাহিকতা বজায় থাকবে। সিপাহীজলা জেলার বিভিন্ন থানাই নিয়মিতভাবে গাঁজা বাগান উচ্ছেদে তৎপর রয়েছে বলেও তিনি জানান।