আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে ১২ ডিসেম্বর বিশেষ প্রমোফেস্ট, পাস সংগ্রহে উৎসাহের দীর্ঘ লাইন

আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে ১২ ডিসেম্বর বিশেষ প্রমোফেস্ট, পাস সংগ্রহে উৎসাহের দীর্ঘ লাইন

2 Min Read

ভারতের জনপ্রিয় গায়ক জুবিনের নেতৃত্বে আয়োজিত বিশেষ প্রমোফেস্টকে সামনে রেখে আগরতলার পর্যটন দপ্তরের কার্যালয় থেকে পাস বিতরণ শুরু। সকাল থেকেই প্রথম দিনে উৎসাহীরা লাইনে দাঁড়িয়ে পাস সংগ্রহ করছেন।আগামী ১২ ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজন হতে যাচ্ছে প্রমোফেস্ট, যেখানে ভারতের জনপ্রিয় গায়ক জুবিন সঙ্গীত পরিবেশন করবেন।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগ্রহী দর্শক এই বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে পাস সংগ্রহ করতে ট্যুরিজম দপ্তরের অফিসের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন।আজ সকাল থেকেই আগরতলার টাউন হলের পাশে অবস্থিত পর্যটন দপ্তরের অফিসের সামনে ভিড় লক্ষ্য করা গেছে। বিভিন্ন বয়সী মানুষ—from নবীন থেকে প্রবীণ—সকালে থেকেই লাইনে দাঁড়িয়েছেন পাস সংগ্রহের জন্য।বারের প্রমোফেস্টকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

পাস সংগ্রহ করতে লাইনে দাঁড়ানো দর্শকদের সঙ্গে কথা বললে জানা যায়, তারা অপেক্ষা করলেও কোন আপত্তি করছেন না; একমাত্র উদ্দেশ্য— অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করা।পর্যটন দপ্তর জানিয়েছে, পাস সংগ্রহের জন্য আধার কার্ড দেখাতে হবে। আজ থেকে শুরু করে ১১ ডিসেম্বর পর্যন্ত পাস বিতরণ করা হবে

দর্শকরা বলছেন, এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাওয়া তাদের জন্য আনন্দের এবং একরকম উৎসাহ ও উচ্ছ্বাসের সৃষ্টি করছে। বিশেষভাবে উল্লেখ্য, ১২ ডিসেম্বরের মূল অনুষ্ঠানে গায়ক জুবিনের পরিবেশন দর্শকদের কাছে বিশেষ আকর্ষণীয় হবে।আগরতলার সাংস্কৃতিক প্রাণকেন্দ্র স্বামী বিবেকানন্দ ময়দান ১২ ডিসেম্বরের প্রমোফেস্টকে ঘিরে ইতিমধ্যেই উৎসাহ ও উচ্ছ্বাসে মুখর। দর্শকরা আশা করছেন, এই অনুষ্ঠানের মাধ্যমে তারা গায়ক জুবিনের সঙ্গীতানুভূতি সরাসরি উপভোগ করতে পারবেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *