মোহনপুর: ভারতীয় জনতা পার্টি মোহনপুর মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হল পৃষ্ঠা প্রমুখ সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, এলাকার বিধায়ক ও রাজ্যের কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, প্রদেশ বিজেপি সভাপতি ও সাংসদ রাজীব ভট্টাচার্য এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সাংসদ বিপ্লব কুমার দেব-সহ দলের অন্যান্য নেতৃত্ব।রাজ্য জুড়ে সংগঠন মজবুত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি ও সম্মেলন করছে বিজেপি। তারই অঙ্গ হিসেবে মোহনপুর মণ্ডলের উদ্যোগে আজ ব্যাপক সাড়া ফেলে পৃষ্ঠা প্রমুখ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনকে কেন্দ্র করে বিগত কয়েকদিন ধরেই মোহনপুর জুড়ে শাসক দলের তৎপরতা স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে।
সম্মেলনের মঞ্চ থেকে উপস্থিত নেতারা সংগঠনের ভিত আরও শক্তিশালী করতে পৃষ্ঠা প্রমুখদের ভূমিকার উপর বিশেষ গুরুত্ব দেন। বক্তারা বলেন, সংগঠনের সর্বস্তরে উন্নয়নের গতি বজায় রাখতে পৃষ্ঠা প্রমুখদের আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাঁর বক্তব্যে পৃষ্ঠা প্রমুখদের বিজেপির “মূল ভিত্তি” বলে উল্লেখ করেন। তিনি দাবি করেন, পৃষ্ঠা প্রমুখদের দেখানো পথেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে দেশজুড়ে বিজেপি আর্থ-সামাজিক উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। পাশাপাশি, সমাজের সব স্তরের মানুষের জীবনমান উন্নয়নে দলের উদ্যোগকে তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা এবং অন্যান্য বক্তারাও সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। তাঁদের বক্তব্যের নিরিখে রাজনৈতিক মহলে স্পষ্ট ইঙ্গিত মিলছে—আসন্ন এডিসি নির্বাচন ও ২০২৮ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই মাঠে নামতে চলেছে বিজেপি।