ধর্মনগর ত্রিপুরা , সোমবার ঃ ধর্মনগরে এক ডেলিভারি কর্মীর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার ভোরে বাড়ির অদূরে একটি জঙ্গল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ২৩ বছর বয়সী প্রসেনজিৎ সরকারের দেহ। তিনি ধর্মনগরের রাজবাড়ি এলাকায় ব্লু ডার্ট কুরিয়ার এজেন্সিতে কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় এক যুবতী গ্রাহক ও তার সঙ্গে থাকা চারজন প্রসেনজিতের কর্মস্থলে এসে ডেলিভারি সংক্রান্ত ফোন কল নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে। অভিযোগ, ওই সময় তাকে প্রকাশ্যে গালিগালাজ করা হয়, মারধর করা হয় এবং কান ধরে ওঠবস করতে বাধ্য করা হয়। সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে আত্মহত্যা অনুমান করা হলেও মৃতের বাবা নেপাল সরকার থানায় পাঁচজনের বিরুদ্ধে লিখিত খুনের অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন—সুস্মিতা ভট্টাচার্য, সংগীতা ভট্টাচার্য, সৌরভ ভট্টাচার্য, মেঘাদ্বীপ ভট্টাচার্য ও পিউ ধর। ধর্মনগর থানার পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। তাদের গ্রেপ্তারে তল্লাশি চালানো হচ্ছে এবং গোটা ঘটনার তদন্ত চলছে।
ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ও শোকের আবহ বিরাজ করছে। পরিবারের পক্ষ থেকে অনুরোধ, এই ধরনের প্রকাশ্যে অপমান, মানসিক হেনস্থা বা সহিংস আচরণের মাধ্যমে কারও জীবন বিপন্ন করা কাম্য নয়। সত্যের খোঁজে আইনসম্মত ও শান্তিপূর্ণ উপায়ে পরিস্থিতি মোকাবিলা করা জরুরি।