কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি-মথা সংঘর্ষ – হামলা ও উত্তেজনা

কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি-মথা সংঘর্ষ – হামলা ও উত্তেজনা

তেলিয়ামুড়া কৃষ্ণপুর ঃ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র এবার উত্তপ্ত রাজনৈতিক হিংসার মঞ্চে পরিণত হয়েছে। খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন তুইমধু এলাকায় রবিবার গভীর রাতে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন এক তিপ্রামথা কর্মী। একই সময় বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতির বাড়িতে হামলার অভিযোগও উঠেছে।

ভিক্টিম রশিদ মিয়ার অভিযোগ, তুইমধু স্কুল মাঠে নতুন ভবন নির্মাণ কাজের প্রতিবাদে পরিকল্পিতভাবে তাঁর বাড়িতে হামলা চালানো হয়। মুখে কালো কাপড় বেঁধে দুষ্কৃতীরা অতর্কিতে বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় এবং পরিবারের সদস্যদের আহত করে। আহতদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হয়।

অন্যদিকে, তিপ্রা মথা দলের পক্ষ থেকে অভিযোগ, বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি নিরীহ একজন ব্যক্তিকে মারধর করেছেন। তেলিয়ামুড়া থানায় পুলিশের হস্তক্ষেপে রাতেই আহতদের নিয়ে তদন্ত শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের মূল কারণ ঠিকেদারী কাজের কমিশন সম্পর্কিত বাণিজ্যিক বিবাদ হলেও রাজনৈতিক উত্তেজনা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। তিপ্রামথা নেতা আর.এইচ. মলসুম জানান, আগরতলার বিজেপি নেতা মন্ত্রী বিকাশ দেববর্মার আগে দেওয়া কঠোর রাজনৈতিক মন্তব্য থেকে প্রভাবিত হয়ে ঘটনাটি সংঘটিত হতে পারে।

ঘটনার পর তুইমধু এলাকা কঠোর পুলিশি নিরাপত্তার আওতায় রাখা হয়েছে। তেলিয়ামুড়া থানার পুলিশ সাংবাদিকদের সামনে মুখ খুলতে অনীহা প্রকাশ করেছে। গোটা ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *