শান্তিরবাজার ত্রিপুরা সোমবার ঃ শান্তিরবাজার মহকুমার তাকমা বাজার ও সংলগ্ন তাকমা ছড়া গ্রাম দীর্ঘ দেড় মাস যাবত বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত। এলাকাবাসী অভিযোগ, বিদ্যুৎ ট্রান্সফরমার বিকল হওয়ার কারণে এই সমস্যা তৈরি হয়েছে। প্রায় ২০০টি পরিবার আক্রান্ত, যার ফলে দৈনন্দিন কাজকর্মে চরম ব্যাহত হচ্ছে।
বিদ্যুৎ না থাকার কারণে পানীয় জলের ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। এছাড়াও শিশুদের অঙ্গনওয়াড়ি কেন্দ্র, বিদ্যালয় এবং রাইস মিল বন্ধ থাকায় জনজীবনে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও পড়াশোনায় প্রভাবিত হচ্ছেন। স্থানীয়রা জানিয়েছেন, বারবার জনপ্রতিনিধি এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের কাছে অভিযোগ জানালেও কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয়রা জানান, দীর্ঘ দিনের এই সমস্যা সমাধানে যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তবে রাস্তায় আন্দোলনের মত কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবেন। বিদ্যুৎ গ্রাহকরা দাবি করেছেন, বিধায়ক প্রমোদ রিয়াং এবং সমাজসেবী দেবাশীষ ভৌমিক সরাসরি হস্তক্ষেপ করে সমস্যা সমাধানে উদ্যোগ নিন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ দপ্তরের এই দীর্ঘ গাফিলতির কারণে সরকারের প্রতি জনসাধারণের ক্ষোভ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এলাকাবাসী আশা করছেন, দ্রুত ট্রান্সফরমার মেরামত বা বিকল্প ব্যবস্থা গ্রহণ করে দৈনন্দিন জীবনের স্বাভাবিকতা ফেরানো হবে।