আগরতলা | আন্তর্জাতিক ঃ প্রতি বছরের মতো এ বছরও যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মহান বিজয় দিবস পালন করা হল আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের কার্যালয়ে। মঙ্গলবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী হাই কমিশনের বিভিন্ন স্তরের আধিকারিক ও কর্মীরা।
অনুষ্ঠান চলাকালীন বাংলাদেশ সহকারী হাই কমিশনার ও অন্যান্য বক্তারা মহান বিজয় দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি ভারত ও বাংলাদেশের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় সম্পর্ক নিয়েও ইতিবাচক বক্তব্য রাখেন তাঁরা।
আগরতলায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাই কমিশনার তাঁর বক্তব্যে জানান, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ বিজয় অর্জন করেছিল। অসংখ্য মানুষের জীবন এবং লাখো মানুষের আত্মত্যাগের বিনিময়েই এই স্বাধীনতা অর্জিত হয়। তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের, বীর মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তাকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এদিনের বক্তব্যে বিশেষভাবে উঠে আসে মহান মুক্তিযুদ্ধে আগরতলা ও ত্রিপুরা রাজ্যের ঐতিহাসিক ভূমিকা। সহকারী হাই কমিশনার বলেন, মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরা রাজ্য এবং এখানকার মানুষের সহযোগিতা বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই অবদানের জন্য ত্রিপুরার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠান ঘিরে বাংলাদেশ সহকারী হাই কমিশনের কার্যালয়ে এক আবেগঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়। বিজয় দিবস উপলক্ষে দুই দেশের বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার বার্তাই এদিন বিশেষভাবে তুলে ধরা হয়।