আগরতলা ত্রিপুরা ঃ ভারত-বিরোধী হুমকি ও কট্টরপন্থী বিক্ষোভের প্রেক্ষিতে আগরতলা শহরে সম্পূর্ণ নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মথা দলের যুব সংগঠন ওয়াইটিএফ আজ সার্কিট হাউস সংলগ্ন এলাকায় বিক্ষোভ ও পথ অবরোধ করেছে।
গতকাল বাংলাদেশে ভারতীয় হাইকমিশন ও ভিসা অফিসের সামনে ভারত-বিরোধী মনোভাব নিয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। একই সময় বাংলাদেশি কট্টরপন্থী সংগঠন সেভেন সিস্টার দখলের হুমকি দেয়।
এর প্রতিবাদে আজ, ১৯ ডিসেম্বর ২০২৫ আগরতলা শহরের সার্কিট হাউস সংলগ্ন এলাকায় পথ অবরোধ এবং বিক্ষোভে অংশ নেয় মথা দলের যুব সংগঠন ওয়াইটিএফ।
সংগঠনের দাবি, বাংলাদেশের জন্মের পেছনে ত্রিপুরা তথা ভারতের অবদান রয়েছে। তারা আরও জানায়, বাংলাদেশের একটি অংশ যদি ত্রিপুরা দখল বা সেভেন সিস্টার দখলের হুমকি দেয়, তাহলে তারা বসে থাকবে না এবং যথাসময়ে যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত।
এই কর্মসূচির পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জেলা পুলিশ সুপার নমিত পাঠক পর্যন্ত ময়দানে উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রের মতে, সামাজিক মাধ্যমেও বিষয়টি ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং ভারত–বাংলাদেশ সম্পর্কের ওপর এই কর্মসূচি একটি সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।